
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত চলা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন,
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানী, চর্ম ও যৌন রোগ অভিজ্ঞ ডাঃ এ.আর. তৌহিদ এম.বি.বি.এস রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল সি.এম.ইউ (আল্ট্রা)
এফ.সি.জি.পি মেডিকেল অফিসার ও মেডিসিন, মা ও শিশু, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানী রোগ অভিজ্ঞ ডাঃ মোঃ সাহবুব হাসান এম.বি.বি.এস রংপুর মেডিকেল কলেজ বি.সি.এস (স্বাস্থ্য) সি.এম.ইউ (আল্ট্রাসনোগ্রাফি)নজেনারেল ফিজিশিয়ান এন্ড সার্জন বি.এম.ডি.সি রেজি: নং- এ-১২৯৭৭১
এই মহতী উদ্যোগে ছাত্রসহ এলাকার নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন ও বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষা করান। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পেইনটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের আয়োজকেরা বলেন,আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতেও মানুষের সেবা করে যেতে চাই।” এই ধারাবাহিক কার্যক্রম স্থানীয় মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও রক্তদানে উৎসাহিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন তারা
উল্লেখ্য প্রতি রবিবার ও সোমবার, পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারে আউটডোরের চিকিৎসা ফ্রি মাত্র ৪০ টাকা রাখা হবে।







