
রংপুর প্রতিনিধি :
রংপুরের তারাগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে খালেকুজ্জামান (৪০) নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক ২ নম্বর আসামি লেবু মিয়াকে (৪০) ঢাকার কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (০৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে র্যাব-১৩ (রংপুর) ও র্যাব-১০ (কেরাণীগঞ্জ) এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, নিহত খালেকুজ্জামান ও আসামিরা একই গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত ৩১ অক্টোবর সকাল ৭টার দিকে ভিকটিমের দাদির কবরের মাটি সরানোর বিষয়ে কথা বলাকে কেন্দ্র করে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে লাঠি ও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর সকাল ৭টা ৫ মিনিটে তিনি মারা যান।
ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে তারাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর—০১, জিআর নম্বর—১৩৫/২০২৫; ধারা—১৪৩/১৪৯/৩২৩/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪/৩০২ পেনাল কোড।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর আসামিরা চতুরতার সঙ্গে আত্মগোপনে ছিল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে কেরাণীগঞ্জ মডেল থানার কোনাখোলা দেয়াসুর মহুয়া নার্সারী এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি লেবু মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও র্যাব বলেছে, দেশে সহিংস ও গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।








